kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

সাভারে ময়লাবাহী গাড়ির ধাক্কায় পাঠাও চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

১৮ অক্টোবর, ২০১৯ ০৯:৩১ | পড়া যাবে ১ মিনিটেসাভারে ময়লাবাহী গাড়ির ধাক্কায় পাঠাও চালক নিহত

ছবি প্রতীকী

সাভারের বলিয়ারপুর এলাকায় উল্টোপথে আসা একটি ময়লাবাহী গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত আব্দুর রহমান খান (৩৫) অ্যাপভিত্তিক মোটরসাইকেল যাত্রী সেবাদাতা প্রতিষ্ঠান ‘পাঠাও’র মোটরসাইকেল চালাতেন।

বৃহস্পতির রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এনআর সিএনজি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান খান মানিকগঞ্জ জেলার শিবালয় থানার দক্ষিণ সালজানা গ্রামের উজির খানের ছেলে।

ভাকুর্তা ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু তৈয়ব বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আব্দুর রহমান খান মোটরসাইকেলযোগে একাই সাভারের দিকে যাচ্ছিলেন। পরে তিনি ঢাকা-আরিচা মহাসড়কের এনআর সিএনজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে উল্টো পথে আসা ময়লাবাহী একটি গাড়ি তাকে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আব্দুর রহমান খানকে ধাক্কা দেওয়া ময়লাবাহী গাড়িটি আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই রকম আরো খবর

মন্তব্যসাতদিনের সেরা