kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

নান্দাইলে ‘হাইত উৎসব’ উদযাপিত

আলম ফরাজী, ময়মনসিংহ (আঞ্চলিক)   

১৮ অক্টোবর, ২০১৯ ০১:১৫ | পড়া যাবে ২ মিনিটেনান্দাইলে ‘হাইত উৎসব’ উদযাপিত

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বিল এলাকার মানুষেরা বৃহস্পতিবার হাইত উৎসবে মেতে উঠেছিলেন। এ উপলক্ষে দূর-দূরান্ত থেকে আসা আত্মীয়-স্বজন ও প্রতিবেশী।

এলাকার মুরব্বিরা বলেন, অনেক বছর আগ থেকেই খাল-বিল, জলাশয়ে ভরা ময়মনসিংহের বিভিন্ন এলাকায় হেমন্তালে হাইত উৎসব হয়ে আসছে। সেই ঐতিহ্য অনুসরণ করে এবারও বৃহস্পতিবার জলা বিলে আয়োজন করা হয় হাইত উৎসব। সাধারণত বছরের এ সময় খাল-বিলের পানি কমে হাঁটু সমান হয়ে এলে হাইতের আয়োজন করেন বিলপারের মানুষ। তারা একত্রে বসে একটি তারিখ ঠিক করে দূর-দূরান্তের আত্মীয়স্বজনদের দাওয়াত দেন। সেই সঙ্গে এলাকায় মাইকিংও করা হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক ভুইয়া বলেন, দূর-দূরান্ত থেকে অনেকেই এ উৎসব উপলক্ষে আমাদের এলাকায় আসেন। তারা নিজ বাড়ি থেকে পিঠাপুলি নিয়ে আসেন। পরে সারা রাত ধরে বিলের পাড়ে সবাই মিলে সেগুলো খায়। ভোরের আলো ফুটলেই শতশত মানুষ একত্রে জাল, পলো ইত্যাদি নিয়ে বিলে মাছ ধরতে নেমে পড়েন। ভাগ্য ভালো হলে কেউ বড়সর মাছ পান। আবার কেউ ফেরেন খালি হাতে। তাতে আনন্দের কমতি হয় না।

খামারগাঁও গ্রামের আব্দুস সোবহান বলেন, গত বুধবার রাতেই পলো নিয়ে তিনি জলাপারের চামারুল্লাহ গ্রামে বোনের বাড়িতে আসেন। বৃহস্পতিবার সারাদিন মাছ ধরেছেন। বড় কোনো মাছ না ফেলেও আত্মীয়স্বজনদের সাথে আনন্দের কমতি হয়নি।

প্রবাল মজুমদার নামে এক শিক্ষক জানান, এখন বিলগুলোতে আগের মতো মাছ নেই। বিলে পুকুর করেছে। তাই হাইত আগের মতো জমেও না। তবু হাইত আয়োজনের খবর পেলে দূর-দূরান্ত থেকে দলে দলে মাছ শিকারিরা আগের দিনই বিলপাড়ে জড়ো হয়। ছেলে বুড়ো রাত জেগে বসে থাকে ভোর হওয়ার আশায়। অলো ফুটলেই এক সঙ্গে সবাই বিলে নেমে পড়ে মাছ ধরতে। তারপরও যত না মাছ ধরা হয় তার চেয়ে বেশী আনন্দ হয়।

মন্তব্যসাতদিনের সেরা