kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

ময়মনসিংহে প্রগতিশীল সংগঠনসমূহের সমাবেশ

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৯ ২১:৪৩ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহে প্রগতিশীল সংগঠনসমূহের সমাবেশ

জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব বিরোধী ভারত-বাংলাদেশ চুক্তি বাতিল এবং নতজানু পররাষ্ট্রনীতি পরিহার, শিশু তুহিন ও আবরার হত্যাকান্ডের  দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ অক্টোবর বৃহস্পতিবার শহরের প্রগতিশীল গণসংগঠনসমূহের উদ্যোগে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা এবং ক্যাসিনো ক্রাইম সিন্ডিকেট  চক্র ধ্বংস করারও দাবি জানানো হয়।

সমাবেশে কৃষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতির সহ-সভাপতি সুশান্ত দেবনাথ খোকন, বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জহিরুল আমিন রুবেল, প্রগতি লেখক সংঘের উপদেষ্টা আতাউর রহমান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ফাহমিদা ইয়াসমিন রুনা এবং উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি সারওয়ার কামাল রবিন।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার। সমাবেশ সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা সংসদের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ। 

মন্তব্যসাতদিনের সেরা