kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

রোগী সেজে ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি   

১৭ অক্টোবর, ২০১৯ ১৭:২৬ | পড়া যাবে ১ মিনিটেরোগী সেজে ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড

গোপালগঞ্জে মিজানুর রহমান নামে এক ভুয়া এমবিবিএস চিকিৎসককে ছয় মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার শহরের মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে অবস্থানকালে তাকে কারাদণ্ড ও জরিমানা করা হয়। এসময় সিভিল সার্জনের প্রতিনিধি চিকিৎসক এহসানুল কবীর উপস্থিত ছিলেন। মিজানুর দীর্ঘদিন ধরে এমবিবিএস চিকিৎসক সেজে চিকিৎসা করে আসছিলেন।

ভ্রম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন টিপু  বলেন, আমাদের কাছে গোপান সংবাদ ছিলো মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া সার্টিফিকেট নামধারী মিজানুর রহমান নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে আমি নিজেই রোগী সেজে যাই। পরে তার সার্টিফিকেট নিয়ে কথা বললে তিনি ভালো কোনো উত্তর দিতে পারেননি। পরে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন সাক্ষ্য প্রমাণ সত্যতা মেলে। তারাই প্রেক্ষিতে ওই ভুয়া চিকিৎসক মিজানুর রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মন্তব্যসাতদিনের সেরা