kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

‌বিরামপুর সীমা‌ন্তে ফেনসিডিলসহ যুবক আটক

‌বিরামপুর (‌দিনাজপুর) প্র‌তি‌নি‌ধি   

১৭ অক্টোবর, ২০১৯ ০৯:২৯ | পড়া যাবে ১ মিনিটে‌বিরামপুর সীমা‌ন্তে ফেনসিডিলসহ যুবক আটক

ফাইল ফটো

দিনাজপু‌রের বিরামপুর সীমান্ত এলাকায় ফে‌নসি‌ডিলসহ মাফিজুল ইসলাম (১৮) না‌মের এক যুবক‌কে আটক ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলা‌দেশ (বি‌জি‌বি)।

বুধবার গ‌ভীর র‌া‌তে উপ‌জেলার কাটলা ইউ‌নিয়‌নের সীমান্ত‌ঘেষা চ‌ন্ডিপুর গ্রা‌মের মাঠ থে‌কে ওই যুবক‌কে আটক করা হয়।

মা‌ফিজুল ইসলাম কাটলা রামচন্দ্রপুর গ্রা‌মের মৃত হ‌বিবর রহমা‌নের ছে‌লে।

দাউদপুর ক্যাম্প কমান্ডার না‌য়েক সু‌বেদার মোঃ মাহমুদ আলম ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, এক যুবক ভারত থে‌কে ফে‌নসি‌ডিল নি‌য়ে বাংলা‌দে‌শে আস‌ছে এমন গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে চ‌ন্ডিপুর মা‌ঠে ক‌য়েকজন বি‌জি‌বি সদস্য ওত পে‌তে থা‌কে। প‌রে,ওই মাঠের ম‌ধ্যে ধাওয়া ক‌রে ৫০বোতল ফে‌ন্সি‌ডিলসহ মা‌ফিজুল ইসলামকে আটক করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা