kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

সীতাকুণ্ডে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি   

১৭ অক্টোবর, ২০১৯ ০১:৪৯ | পড়া যাবে ১ মিনিটে



সীতাকুণ্ডে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে নির্মাণাধীন একটি ভবনের পাঁচতলার দেয়াল ভেঙে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে পৌরসভাধীন দক্ষিণ মহাদেবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. আল-আমিন (২২)। তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার ওলুয়া গ্রামের আবদুল মালেকের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুর আনুমানিক সাড়ে ১২টার সময় সীতাকুণ্ড পৌরসভাধীন দক্ষিণ মহাদেবপুর গ্রামের কলেজ রোডসংলগ্ন মো. ইউসুফের নির্মাণাধীন ভবনের পাঁচতলায় কাজ করার সময় দেয়াল ভেঙে আল-আমিন পড়ে যান। 

এ সময় অন্য শ্রমিকরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সীতাকুণ্ড থানার এসআই মো. সাঈফুদ্দিন শাওন ঘটনাস্থলে ছুটে যান। এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থল পরিদর্শনকারী এসআই মো. সাঈফুদ্দিন শাওন বলেন, ভবনটির পাঁচতলায় দেয়াল নির্মাণের কাজ করার সময় আল-আমিন নিচে পড়ে যান।

এসআই শাওন আরো বলেন, নির্মাণাধীন দেয়ালটি দেখে মনে হয়েছে তাতে সিমেন্ট-বালু পর্যাপ্ত দেওয়া হয়নি। এতেই দেয়ালটি পড়ে যায়। সন্ধ্যায় এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

মন্তব্য



সাতদিনের সেরা