kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

ঈশ্বরদীতে নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি   

১৬ অক্টোবর, ২০১৯ ২২:০০ | পড়া যাবে ১ মিনিটেঈশ্বরদীতে নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু

চরে পেঁয়াজ লাগিয়ে বিকেলে বাড়ি ফেরার সময় নৌকা ডুবে পদ্মা নদীতে নাসিম মল্লিক (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার পাবনা ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডায় পদ্মা নদীর মোল্লার ঘাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাসিম ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের আইনুল মল্লিকের ছেলে।

নিহতের চাচা আওতাপাড়া নূর জাহান বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষক রিপন জানান, এলাকা থেকে ৩০ থেকে ৩৫ জনের একটি দল পদ্মা নদীর ওপারে পেঁয়াজ লাগাতে যায়। ফেরার সময় অতিরিক্ত ভারে পাড়ের নিকট নৌকাটি উল্টে যান। সবাই সাঁতরে উপরে উঠলেও নাসিম ডুবে যায়। তিনি আরো জানান, ডুবুরিদের না পেয়ে স্থানীয় জনগণ নদীতে জাল ও বর্শী ফেলে উদ্ধার চেষ্টা চালান। অবশেষে সন্ধ্যার পরে বর্শীতে নাসিমের লাশ উঠে আসে।

সাহাপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল করিম মিন্টু জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে আসে। লাশটি পাকশী নৌপুলিশ ফাঁড়ির সদস্যদের নিকট হস্তান্তর করে। নৌপুলিশের অনুমতিক্রমে নাসিমের মৃতদেহ দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা