kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

প্রতি আসনের জন্য লড়বে ৪৮ জন

গোপালগঞ্জ প্রতিনিধি   

১৬ অক্টোবর, ২০১৯ ১২:৩২ | পড়া যাবে ১ মিনিটেপ্রতি আসনের জন্য লড়বে ৪৮ জন

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় ১৩১১১২ জন শিক্ষার্থী আবেদন করেছে। এবারে ৯টি ইউনিটের অধীনে ৩৪টি বিভাগে সর্বমোট ২৭৪৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এ বছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য প্রায় ৪৮ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

'এ' ইউনিটে ২২,৩৩১ জন, 'বি' ইউনিটে ১২,৯৯৯ জন, 'সি' ইউনিটে ২১,১১৫ জন, 'ডি' ইউনিটে ১৪,৯৭৭ জন, 'ই' ইউনিটে ২৫,৫৫৪ জন, 'এফ' ইউনিটে ১১,৩৩২ জন, 'জি' ইউনিটে ১২,৬৪২ জন, 'এইচ' ইউনিটে ৯,২৯৩ জন এবং 'আই' ইউনিটে ৮৬৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে।

আগামী ১ নভেম্বর 'এফ' এবং 'জি', ২ নভেম্বর 'ডি' এবং 'ই', ৮ নভেম্বর 'সি' এবং 'এইচ', ৯ নভেম্বর 'এ', 'বি' এবং 'আই' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.bsmrstu.edu.bd) তে জানা যাবে।

মন্তব্যসাতদিনের সেরা