kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

বাস-ট্রাক সংঘর্ষে দুই যানের মাঝে চাপা পড়লেন নারী

কালের কণ্ঠ অনলাইন   

১৬ অক্টোবর, ২০১৯ ১১:৩০ | পড়া যাবে ১ মিনিটেবাস-ট্রাক সংঘর্ষে দুই যানের মাঝে চাপা পড়লেন নারী

সিরাজগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক অজ্ঞাতপরিচয় নারী পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কে  নলকা নামের স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জেলা শহর থেকে একটি লোকাল বাস নলকা মোড়ে ওঠার সময় বিপরীতমুখী ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যানবাহনের মাঝে চাপা পড়ে নিহত হন এক  অজ্ঞাতপরিচয় নারী পথচারী। দুর্ঘটনায় আহত হন আরো দুই-তিনজন যাত্রী।

পুলিশ হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ যানবাহন দুটি আটক করলেও পালিয়ে গেছেন এর চালক ও হেলপাররা।  

মন্তব্যসাতদিনের সেরা