kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

স্ত্রী সন্তানকে মারপিটের অভিযোগে একজনের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি   

১৬ অক্টোবর, ২০১৯ ১০:৩১ | পড়া যাবে ১ মিনিটেস্ত্রী সন্তানকে মারপিটের অভিযোগে একজনের কারাদণ্ড

ছবি প্রতীকী

হবিগঞ্জের বাহুবল উপজেলার জাঙ্গালিয়া গ্রামে স্ত্রী ও সন্তানকে মারপিট করার অভিযোগে সারু মিয়া নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী অফিসার ও নিবাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক এই দণ্ডাদেশ দেন। সারু মিয়া জাঙ্গালিয়া গ্রামের হরমুজ আলীর ছেলে।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক জানান, সারু মিয়া তার স্ত্রী ও সন্তানকে প্রায়ই মারপিট করে। মঙ্গলবার তাদেরকে মারপিট করলে সারু মিয়ার স্ত্রী থানায় পুলিশকে খবর দেয়। পরে ওসি কামরুজ্জামান ও স্থানীয় মেম্বার সারু মিয়াকে উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসলে উপরোক্ত দণ্ডাদেশ প্রদান করা হয়। শাস্তির ফলে এই বর্বরোচিত ঘটনা হ্রাস পাবে বলে আশা প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

মন্তব্যসাতদিনের সেরা