kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

চাঁদপুরে মা ইলিশ রক্ষায় অভিযানে জেলা প্রশাসক

চাঁদপুর প্রতিনিধি    

১৬ অক্টোবর, ২০১৯ ০১:১৭ | পড়া যাবে ১ মিনিটেচাঁদপুরে মা ইলিশ রক্ষায় অভিযানে জেলা প্রশাসক

ছবি: কালের কণ্ঠ

প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত এই দুই নদীর বিশাল এলাকাজুড়ে এই অভিযান চলে। এতে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের নেতৃত্বে একটি লঞ্চ, বেশ কয়েকটি স্পিডবোট অংশ নেয়।

অভিযানে অন্যদের মধ্যে অংশ নেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক  রাজস্ব)  মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জামাল হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী, কোস্টগার্ডের স্টেশন কমান্ডার প্রমুখ। 

অভিযানে জেলেদের মা ইলিশ না ধরতে উদ্দীপকমূলক সঙ্গীত পরিবেশন করেন চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক আলমগীর হোসেন বাহার। 

এ সময় জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে এমন অভিযান অব্যাহত থাকবে। 

মন্তব্যসাতদিনের সেরা