kalerkantho

বুধবার । ১৩ নভেম্বর ২০১৯। ২৮ কার্তিক ১৪২৬। ১৫ রবিউল আউয়াল ১৪৪১     

জয়পুরহাটে ড্রাম বিস্ফোরণে নিহত ১

জয়পুরহাট প্রতিনিধি   

১৫ অক্টোবর, ২০১৯ ১৫:৫৪ | পড়া যাবে ১ মিনিটেজয়পুরহাটে ড্রাম বিস্ফোরণে নিহত ১

জয়পুরহাট সদর উপজেলার কুঠিবাড়ি বাজারের একটি ওয়েল্ডিং এর দোকানে মুখবন্ধ রাখা ড্রাম কাটার সময় প্রচণ্ড বিস্ফোরণে জহুরুল ইসলাম নামের এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। জহুরুল স্থানীয় উত্তর জয়পুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খাঁন জানান, ওই দিন দুপুরে দোকানের কর্মচারী জহুরুল দোকানে মুখবন্ধ থাকা একটি খালি ড্রাম কাটতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় দোকান মালিক সাদ্দাম হোসেনও আহত হয়। তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দোকান মালিক সাদ্দাম হোসেন স্থানীয় পাথুরিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। 

মন্তব্যসাতদিনের সেরা