kalerkantho

সোমবার । ৬ আশ্বিন ১৪২৭ । ২১ সেপ্টেম্বর ২০২০। ৩ সফর ১৪৪২

গাছের পাতা কাটতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

অভয়নগর (যশোর) প্রতিনিধি   

১৫ অক্টোবর, ২০১৯ ১৫:৫০ | পড়া যাবে ১ মিনিটেগাছের পাতা কাটতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

যশোরের অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মেহেদী হাসান পারভেজ (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র নিহত মেহেদী হাসান পারভেজ উপজেলার নওয়াপাড়া গ্রামের সরদারপাড়ার দিনমজুর শাহিনুর রহমানের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মাহাবুব রহমান তার বাড়ির একটি নারিকেল গাছের পাতা কাটাতে মেহেদীকে গাছে ওঠান। কয়েকটি নারিকেল পাড়ার পর মেহেদী দা দিয়ে একটি পাতা কাটতে গেলে ৪৪০ ভোল্টের বিদ্যুতের তারের সাথে পাতাটি স্পর্শ করে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ গাছ থেকে নিচে পড়ে যায়। মারাত্মক আহত পারভেজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, স্কুলছাত্র মেহেদী হাসান পারভেজ নিহতের ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। 

মন্তব্যসাতদিনের সেরা