kalerkantho

বুধবার । ২০ নভেম্বর ২০১৯। ৫ অগ্রহায়ণ ১৪২৬। ২২ রবিউল আউয়াল ১৪৪১     

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কালের কণ্ঠ অনলাইন   

১৫ অক্টোবর, ২০১৯ ১৩:১৪ | পড়া যাবে ২ মিনিটেফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ফেনীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। এরা সকলেই  অটোরিকশার যাত্রী। গতকাল সোমবার মধ্যরাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোশারফ হোসেনের বাড়ি দাগনভূঞাঁ উপজেলার মোমারিজপুর এলাকায়। তবে আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. শাহাজাহান খাঁন জানান, ফেনীর মহিপাল থেকে যাত্রী নিয়ে ‘সিএনজি অটোরিকশাটি’ দাগনভূঞাঁর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির এক ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচরে চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মোশারফ হোসেন নামে এক যাত্রীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

তিনি আরো জানান, আহত অপর তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেলেও পুলিশ ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

মন্তব্যসাতদিনের সেরা