kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে চার বনদস্যু' নিহত

   

১৫ অক্টোবর, ২০১৯ ১০:৫৬ | পড়া যাবে ১ মিনিটেসুন্দরবনে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে চার বনদস্যু' নিহত

সুন্দরবনের কয়রা এলাকায় র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়েছে। র‍্যাবের দাবি, নিহতরা বনদস্যু আমিনুর বাহিনীর প্রধান আমিনুরসহ চার দস্যু। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে এ 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে।

র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মোহাম্মদ নুরুস সালেহীন ইউসুফের ভাষ্যমতে, সকালে সুন্দরবনের কয়রায় র‌্যাব-৬ এর একটি দলের সঙ্গে ব্যাপক গুলিবিনিময় হয় বনদস্যু আমিনুর বাহিনীর। এতে বাহিনী প্রধান আমিনুর ও সেকেন্ড-ইন-কমান্ড রফিকসহ চারজন বনদস্যু নিহত হন।

এ সময় র‌্যাব-৬ এর দুই সদস্য সদস্য আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে র‍্যাবের পক্ষ থেকে। 

মন্তব্যসাতদিনের সেরা