kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

চট্টগ্রাম নগর পুলিশের অপরাধসভায় থাকছেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৫ অক্টোবর, ২০১৯ ০৪:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রাম নগর পুলিশের অপরাধসভায় থাকছেন আইজিপি

চট্টগ্রাম মহানগর পুলিশের অপরাধবিষয়ক সভা অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার। বিকেল ৩টায় দামপাড়া পুলিশ লাইনে এই সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

পুলিশ মহাপরিদর্শক এমন একসময় চট্টগ্রাম নগর পুলিশের সঙ্গে অপরাধবিষয়ক সভায় বসছেন যখন নগর পুলিশে কর্মরত চট্টগ্রাম জেলার বাসিন্দাদের মধ্যে গণবদলি আতঙ্ক বিরাজ করছে। গত রবিবার গণবদলি হবে না বলে পুলিশ সদস্যদের আশ্বস্ত করেছেন নগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান। এর পরও পুলিশ সদস্যদের মনে আতঙ্ক রয়েছে বলে জানা গেছে।

পুলিশ মহাপরিদর্শক বিশেষ অপরাধ সভায় যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক। তিনি বলেন, ‘আইজিপি স্যারের নগর পুলিশের বিশেষ অপরাধবিষয়ক সভায় যোগদানের কথা রয়েছে।’

মন্তব্যসাতদিনের সেরা