kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

বোচাগঞ্জে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি চলছে

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি   

১৪ অক্টোবর, ২০১৯ ২২:০৫ | পড়া যাবে ১ মিনিটেবোচাগঞ্জে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি চলছে

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সিন্ধান্ত অনুযায়ী বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়েছে।

সজ সোমবার সহকারী শিক্ষকদের ১১তম ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের জন্য  বোচাগঞ্জের সকল প্রাথমিক বিদ্যালয়ে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন শিক্ষরা।

কর্মবিরতি পালন শুরুতেই বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদ্বয় ও উপজেলা শিক্ষা অফিসারের কাছে দাবি আদায়ে কর্মসূচির অনুলিপি প্রদান করেন বোচাগঞ্জ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মো. আব্দুল মোতালেব, আহ্বায়ক এ টি এম মিরাজ আলী হায়দার আলী, ঐক্য পরিষদের অন্যন্য নেতৃবৃন্দসহ প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা।

বোচাগঞ্জ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন, বোচাগঞ্জ উপজেলার ১৩২টি প্রাথমিক বিদ্যালয়ে ১৫ অক্টোবর দুই ঘণ্টা কর্মবিরতি, ১৬ অক্টোবর অর্ধ দিবস কর্মবিরতি ও ১৭ অক্টোবর পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। এর মধ্যে দাবি আদায় না হলে আগামী ২৩ অক্টোবর বুধবার ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি চলবে।  

মন্তব্যসাতদিনের সেরা