kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

শখের বশে মাছ ধরতে গিয়ে কৃষক নিখোঁজ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি   

১৪ অক্টোবর, ২০১৯ ১৮:১৮ | পড়া যাবে ১ মিনিটেশখের বশে মাছ ধরতে গিয়ে কৃষক নিখোঁজ

শখের বশে মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন কৃষক মালাই শেখ (৬০)। চব্বিশ ঘণ্টা পার হলেও এখনো হদিস পায়নি তার পরিবার। নড়াইলের লোহাগড়া উপজেলার চাঁচই গ্রামে এ ঘটনা ঘটেছে।

গ্রামবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, জয়পুর ইউনিয়নের চাঁচই (মধপাড়া) গ্রামের মৃত শেখ আব্দুল মজিদের ছেলে মালাই শেখ রবিবার বিকালে জাল নিয়ে মধুমতি নদীতে মাছ ধরতে বাড়ি থেকে বের হন। কিন্তু চব্বিশ ঘণ্টা পার হলেও সন্ধান পায়নি তার পরিবার। চাচই গ্রামের জাহিদ জানান, আত্মীয় বাড়িতেও খোঁজা হয়েছে। এখনো মালাই শেখের সন্ধান পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ওসি মো. মোকাররম হোসেন জানান, বিষয়টি জানার পরে সোমবার বিকালে লোহাগড়া উপজেলায় দায়িত্বরত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের জানিয়েছি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার এস এম আশরাফ হোসেন বলেন, নদীর সম্ভাব্য স্থানে তল্লাশী করা হচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা