kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হতে যাচ্ছে মহাকাশ বিজ্ঞান বিভাগ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

১৪ অক্টোবর, ২০১৯ ১৮:১৩ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হতে যাচ্ছে মহাকাশ বিজ্ঞান বিভাগ

দেশের অন্যতম বৃহৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হতে যাচ্ছে মহাকাশ বিজ্ঞান বিভাগ। এ জন্য সম্ভাব্যতা যাচাইয়ের জন্য উপ-উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমানকে আহ্বায়ক করে তিন ডিন ও একজন বিষয় বিশেষজ্ঞসহ ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ৯০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

এ ছাড়াও সভায় নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর হাজী আলী আকবর কলেজের প্রভাষক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন অধ্যক্ষের স্বাক্ষর জাল করে ছুটি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল প্রোগ্রামে ভর্তি হওয়ায় রেজিস্ট্রেশন বাতিল এবং আজীবনের জন্য তাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সকল প্রকার কর্মকাণ্ড থেকে নিভৃত রাখার সিদ্ধান্ত হয়েছে। তার বিরুদ্ধে অধিকতর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য কলেজ পরিচালনা কমিটি ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন অধিভুক্ত কলেজসমূহে পদায়নের সিদ্ধান্তও নিয়েছে কমিটি। 

মন্তব্যসাতদিনের সেরা