kalerkantho

বুধবার। ৬ মাঘ ১৪২৭। ২০ জানুয়ারি ২০২১। ৬ জমাদিউস সানি ১৪৪২

নজরুল বিশ্ববিদ্যালয়

পুকুর ভরাট করে ভবন নির্মাণ, শিক্ষার্থীদের ক্ষোভ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৪ অক্টোবর, ২০১৯ ১৬:০৪ | পড়া যাবে ১ মিনিটেপুকুর ভরাট করে ভবন নির্মাণ, শিক্ষার্থীদের ক্ষোভ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবন, অতিথি ভবন ও সাবস্টেশন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান এ তিনটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শতাদিক শিক্ষার্থীরা গ্রিন ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠনের ব্যানার নিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপনের সামনে পুকুর রক্ষার দাবিতে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, পুকুর ভরাট করে কোনো উন্নয়ন আমরা চাই না। পুকুর রেখে উন্নয়ন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রকৃত উন্নয়ন, প্রাকৃতিক ভারসাম্য ও শতবছরের স্থায়ী সৌন্দর্যের পক্ষে প্রস্তাবিত বিশাল ভবনটি পুকুরের দক্ষিণে দ্রুত স্থাপনের দাবি জানান।

তাদের দাবির প্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে পুকুরটির কিছু অংশ ভবন নির্মাণে ভরাট করা হবে। তাই এখন ভবন নির্মাণের জন্য কিছুটা ছাড় দিতে হবে। আমি নিজেও প্রকৃতিপ্রেমী মানুষ। তাই গাছ ও পুকুরের সৌন্দর্য রক্ষা করেই কাজ করার নির্দেশ দিয়েছি। 

মন্তব্যসাতদিনের সেরা