kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

হাকিমপুরে কনফেকশনারি ব্যবসার আড়ালে ফেনসিডিলের ব্যবসা, আটক ২

হিলি (দিনাজপুর) প্রতিনিধি   

১৪ অক্টোবর, ২০১৯ ০৮:২৮ | পড়া যাবে ১ মিনিটেহাকিমপুরে কনফেকশনারি ব্যবসার আড়ালে ফেনসিডিলের ব্যবসা, আটক ২

দিনাজপুরের হাকিমপুরে ২০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ।

গতকাল রবিবার রাত ১০ টায় হিলি সিপি রোডস্থ সুমন কনফেকশনারি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার সদরের ধরন্দ (ফকির পাড়া) মহল্লার তোফাজ্জল হোসেনের ছেলে সুমন (৩৫) এবং একই উপজেলার বড় চেংগ্রাম (নওনাপাড়া) গ্রামের নুর ইসলামের ছেলে মোকলেছার রহমান (৩৪)।

হাকিমপুর থানা ওসি আনোয়ার হোসেন জানান, সুমন তার নিজের কনফেকশনারি ব্যবসার আড়ালে সুকৌশলে বেশ কিছুদিন থেকে ফেনসিডিলের ব্যবসা করে আসছিল। এবং মোকলেছার সেই ফেনসিডিল সরবরাহ করত এমন সংবাদের ভিত্তিত্বে এসআই সোহেলের নেতৃত্বে কনফেকশনারির দোকানে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং তাদের আটক করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা