kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

ময়মনসিংহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৪ অক্টোবর, ২০১৯ ০২:১৪ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বিকালে উপজেলার মহব্বতপুর গ্রামে নিজ বাড়ির পুকুরে শিশুটি খেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম অর্ক মাহমুদ (৫)। সে তারাকান্দা ইউনিয়নের মহব্বতপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে। 

জানা যায়, আজ  রবিবার বিকালে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল শিশুটি। এক পর্যায়ে  শিশুটি পানিতে পড়ে ডুবে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর মারা যায় শিশুটি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিশু অর্ক মাহমুদকে হারিয়ে পরিবারে চলছে আহাজারি।

তারাকান্দা থানার ওসি মিজানুর রহমান আকন্দ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 

মন্তব্যসাতদিনের সেরা