kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

তালতলীর রাখাইন পল্লীতে প্রবারণা উৎসব, উড়ছে শত শত ফানুস

বরগুনা প্রতিনিধি   

১৩ অক্টোবর, ২০১৯ ২১:৫১ | পড়া যাবে ১ মিনিটেতালতলীর রাখাইন পল্লীতে প্রবারণা উৎসব, উড়ছে শত শত ফানুস

বরগুনা তালতলী উপজেলার রাখাইন পল্লীতে শুরু হয়েছে দু দিনব্যাপী প্রবারণা উৎসব। এ উপলক্ষে আদিবাসী পল্লীগুলোতে বইছে উৎসবের আমেজ। আজ রবিবার সন্ধ্যার পর থেকেই আকাশে উড়ছে শত শত ফানুস।

তালতলী উপজেলার আদিবাসী রাখাইন অধ্যুষিত বিভিন্ন পাড়ায় দু দিনব্যাপী প্রবারণা উৎসব উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে রবিবার ও সোমবার আদিবাসী পাড়ালোতে চলছে উৎসবের আমেজ। 

তালতলীর পাশাপাশি বরগুনা সদরের বালিয়াতলী রাখাইন পাড়ায়ও এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। রাখাইন সম্প্রদায়ের নেতারা জানান, বৌদ্ধবিহারে প্রার্থনা, সমবেত ধর্মসভা, ফানুস ওড়ানো, পিঠা-পায়েস তৈরি ও বিতরণের মধ্য দিয়ে তালতলীর ১৩টি আদিবাসী রাখাইন পাড়ায় এ উৎসব হবে।

রবিবার সকালে থেকে উপজেলার তালতলীপাড়া, ছাতনপাড়া নামিশেপাড়াসহ ১৩টি গ্রামের বৌদ্ধবিহারে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দু দিনের এ উৎসবের সূচনা করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা