kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

স্তন ক্যান্সার সচেতনতায় ইবিতে গোলাপী শোভাযাত্রা

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৩ অক্টোবর, ২০১৯ ২০:৪৭ | পড়া যাবে ১ মিনিটেস্তন ক্যান্সার সচেতনতায় ইবিতে গোলাপী শোভাযাত্রা

স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপী সড়ক শোভাযাত্রা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী ও সচেতনমূলক সংগঠন ক্যান্সার অ্যাওয়ারনেস পোগ্রাম ফর ওমেনের (ক্যাপ) আয়োজনে রবিবার বেলা সাড়ে ১২ টায় এই শোভাযাত্রা করে তারা।

জানা যায়, অক্টোবর মাসকে স্তন ক্যান্সার সচেতনতার মাস হিসেবে ঘোষণা করেছে ক্যাপ। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই শোভাযাত্রা করে সংগঠনটির কর্মীরা। ‘সবাই হলে সচেতন ক্যান্সার রুখতে কতক্ষণ, সূচনায় পড়লে ধরা স্তন ক্যান্সার যায় সারা, জননীর কাছে সবার আছে জন্মঋণসহ বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্ত্বর থেকে শোভাযাত্রা শুরে তরে তারা।

ক্যাপের কুষ্টিয়া জোনের সভাপতি সালমান শাহাদাৎ এবং সাধারণ সম্পাদক মিরা শেখের নেতৃত্বে শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় আরো ছিলেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. রেবা মণ্ডল, সহকারী অধ্যাপক সাম্মি আক্তার, ক্যাপের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহাদী।

শোভাযাত্রা শেষে ক্যাপের সদস্য উম্মে হাবিবা হ্যাপির সঞ্চালনায় এক আলোচনা সভায় স্তন ক্যান্সার সচেতনতামূলক বক্তব্য রাখেন বক্তারা। পরে স্তন ক্যান্সার সচেতনতায় বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতারণ করেন ক্যাপের সদস্যরা।

মন্তব্যসাতদিনের সেরা