kalerkantho

বুধবার । ২০ নভেম্বর ২০১৯। ৫ অগ্রহায়ণ ১৪২৬। ২২ রবিউল আউয়াল ১৪৪১     

অসুস্থ হয়ে হাসপাতালে মাশরাফির বাবা

অসুস্থ হয়ে হাসপাতালে মাশরাফির বাবা   

১২ অক্টোবর, ২০১৯ ০১:৩২ | পড়া যাবে ১ মিনিটেঅসুস্থ হয়ে হাসপাতালে মাশরাফির বাবা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মোস্তাফা স্বপন অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে বুকে ব্যথা হওয়ার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। 

এ সময় পরিবারের লোকজন দ্রুত চিকিৎসকদের খবর দেন। নড়াইল সদর হাসপাতালের কয়েকজন চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন গোলাম মুর্তুজাকে। এরপর আরো উন্নত চিকিৎসার জন্য যশোরে নেওয়া হয় মাশরাফির বাবাকে। 

শুক্রবার রাত সাড়ে ১০ দিকে নড়াইল শহরের মহিষখোলার বাসায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) মশিউর রহমান বাবু জানান, গোলাম মোর্তজা স্বপন বুকের ডান পাশের নিচের দিকে ব্যথা অনুভব করছেন। প্রাথমিকভাবে এটা মাসল পুল জাতীয় সমস্যার কারণে এই ব্যথা হয়েছে বলে ধারণা করছি। তবে তিনি এখন শংকামুক্ত আছেন। তারপরও উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা