kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

পীরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি   

১১ অক্টোবর, ২০১৯ ০৮:৪৪ | পড়া যাবে ১ মিনিটেপীরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলার ১নং ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া নাপিতপাড়ায় এক প্রেমিকা বিয়ের দাবিতে তিন দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছেন।

বুধবার বিকাল থেকে সে অনশনে নেমেছেন। প্রেমিকা ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ভাওলারহাট পদমপুর গ্রামের পশির উদ্দিনের মেয়ে। প্রেমিক আলমগীর সেনুয়া নাপিত পাড়ার মোস্তফা আলীর ছেলে। আলমগীর বর্তমানে পলাতক রয়েছে।

প্রেমিকার বাবা পসিরুদ্দিন জানান, আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে দৈহিক মিলন করে আসছে। ১ বছরেরও বেশি সময় তারা প্রেম করে। কয়েকদিন আগে আমার মেয়ের বিয়ে ঠিক করলে আলমগীর বলে তোমার অন্য জায়গায় বিয়ে হলে আমি আত্মহত্যা করবো। সে এ খবর শুনে তার বাড়িতে বিয়ের জন্য অনশনে নেমেছে। কিন্তু ছেলের পরিবারের লোকজন ছেলেকে কৌশলে লুকিয়ে রেখে এখন হাজির করেছেনা। আমি গরিব মানুষ এখন কি করব?

এ ব্যাপারে ১নং ভোমরাদহ ইউপি চেয়ারম্যান হিটলার হক বলেন,ছেলে যেহেতু অনুপস্থিত সে জন্য সমাধান করা সম্ভব হচ্ছেনা।এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ ডাব্লিউ এম রায়হান শাহ বলেন,আমি স্থানীয় ইউপি চেয়ারম্যান হিটলার হককে দায়িত্ব দিয়েছি।

মন্তব্যসাতদিনের সেরা