kalerkantho

রবিবার। ৫ আশ্বিন ১৪২৭ । ২০ সেপ্টেম্বর ২০২০। ২ সফর ১৪৪২

নবাবগঞ্জে চড়ারহাট গণহত্যা দিবস পালিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি   

১০ অক্টোবর, ২০১৯ ২১:২৯ | পড়া যাবে ১ মিনিটেনবাবগঞ্জে চড়ারহাট গণহত্যা দিবস পালিত

দিনাজপুরের নবাবগঞ্জে চড়ারহাট গণহত্যা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক আলোচনাসভা ও শহিদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা প্রসাশনের আয়োজনে আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার চড়ারহাট স্মৃতি সৌধ প্রাঙ্গণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমানের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি মো. আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর সবুর, পুঠিমারা ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার হোসেন।

অনুষ্ঠান শেষে নিহত ও আহত পরিবার শহিদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল ও স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য প্রদান করা হয়।

উল্লেখ, ১৯৭১ সালের ১০ অক্টোবর দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট গ্রামে শতাধিক নিরীহ বাঙালিকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল পাক হানাদার বাহিনী। শহিদদের মধ্যে ৯৩ জনের মরদেহ শনাক্ত করা হয়েছিল। যার মধ্যে চড়ারহাট (প্রাণ কৃঞ্চপুর) গ্রামের ৬১ জন ও আন্দোলগ্রামের (সারাইপাড়া) ৩২ জন ছিল।

নব উদ্যোগ : ৪০ বছরের মাথায় ২০১১ সালের ২৮ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরাম ও মুক্তিযোদ্ধা অজিত রায়ের উদ্যোগে চড়ারহাটে নিহত শহীদের স্মরণে স্মৃতিস্তম্ভটি নির্মিত হয়।

মন্তব্যসাতদিনের সেরা