kalerkantho

সোমবার  । ১৯ শ্রাবণ ১৪২৭। ৩ আগস্ট  ২০২০। ১২ জিলহজ ১৪৪১

বশেমুরবিপ্রবির প্রক্টরের পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি   

১০ অক্টোবর, ২০১৯ ১৮:৩১ | পড়া যাবে ১ মিনিটেবশেমুরবিপ্রবির প্রক্টরের পদত্যাগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভুঁইয়া পদত্যাগ করেছেন। ব্যক্তিগত  কারণ দেখিয়ে তিনি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.মোঃ নূরউদ্দীন আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন।

রেজিস্ট্রার ড. মোঃ নুরউদ্দীন আহমেদ বলেন, ‘তিনি আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমি সেটি উপাচার্য মহোদয়ের কাছে জমা দিয়েছি।’

পদত্যাগ প্রসঙ্গে ড. আশিকুজ্জামান ভুঁইয়া বলেন, ‘আমি শারীরিকভাবে একটু অসুস্থ। তাই এই মুহূর্তে আমার পক্ষে অতিরিক্ত কোনও চাপ নেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছি।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান বলেন, ‘আশিকুজ্জামান ভুঁইয়ার পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়েছে।  দ্রুতই নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হবে।’

এর আগে শিক্ষার্থীদের সাথে অসদাচরনসহ নানা অভিযোগে উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে ১৯ সেপ্টেম্বর থেকে বশেমুরবিপ্রবি'র শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। ৩০ সেপ্টেম্বর পদত্যাগ করেন উপাচার্য। শিক্ষার্থীদের আন্দোলন শুরুর দিন থেকেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কর্মক্ষেত্রে অনুপস্থিত ছিলেন প্রক্টর আশিকুজ্জামান ভুঁইয়া।

মন্তব্যসাতদিনের সেরা