kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

ডেঙ্গুতে খুলনায় মারা গেলেন আরো এক গৃহবধূ

কালের কণ্ঠ অনলাইন   

১০ অক্টোবর, ২০১৯ ১৪:১৮ | পড়া যাবে ১ মিনিটেডেঙ্গুতে খুলনায় মারা গেলেন আরো এক গৃহবধূ

ডেঙ্গুতে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে মারা গেছেন আরো এক নারী। মৃত ওই গৃহবধূর নাম মাসুরা বেগম (২৫)। তিনি যশোরের অভয়নগর উপজেলার হাবিবুল্লাহর স্ত্রী।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১২টায় ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে মাসুরা বেগমের। এ নিয়ে ডেঙ্গুতে খুলনায় মোট ১৯ জনের মৃত্যু হলো।

খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাসুরা সোমবার (৭ অক্টোবর) খুমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। 

মন্তব্যসাতদিনের সেরা