kalerkantho

সোমবার । ২৬ শ্রাবণ ১৪২৭। ১০ আগস্ট ২০২০ । ১৯ জিলহজ ১৪৪১

পুলিশের হাতে সাংবাদিক লাঞ্ছিত, প্রতিবাদসভা

হিলি প্রতিনিধি   

১০ অক্টোবর, ২০১৯ ১৩:৫২ | পড়া যাবে ১ মিনিটেপুলিশের হাতে সাংবাদিক লাঞ্ছিত, প্রতিবাদসভা

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের এসআই মিজান কর্তৃক মুভি বাংলা টিভি ও ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার হিলি প্রতিনিধি সোহেল রানা লাঞ্ছিত হওয়ার ঘটনায় হাকিমপুর প্রেস ক্লাবে এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে এই প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে হাকিমপুর থানার এসআই মিজানের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্যসাতদিনের সেরা