kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

তাড়াশে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

তাড়াশ-রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

১০ অক্টোবর, ২০১৯ ১২:৩০ | পড়া যাবে ২ মিনিটেতাড়াশে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

সহকর্মীদের সাথে অশোভন আচরণ, গালাগাল ও সহকর্মীদের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করার হুমকির প্রতিবাদে সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে হাসপাতালের কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন কর্মসুচি পালন করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাসপাতাল চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন বিভিন্ন সময়ে অকারণে সহকর্মী চিকিৎসকসহ অন্যান্য কর্মচারীদের অশ্লীল ভাষায় গালাগাল, চায়ের কাপ চিকিৎসকের গায়ে ছুড়ে মারা ও কর্মচারীদের গায়ে হাত তোলেন। আর এর প্রতিবাদ করায় প্রতিবাদকারী সরকারি কর্মচারী-কর্মকর্তাদের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করার হুমকি দেন। অথচ ওই কর্মকর্তা সপ্তাহে দুই থেকে তিন দিন অফিসে আসেন এবং হাসপাতালে সরকারি অর্থ আত্মসাতের সাথেও তিনি জড়িত। তার সরকারি দায়িত্ব পালন না করার কারণে হাসপাতালে সার্বিক চিকিৎসাসেবা বিঘ্নিত হচ্ছে। 

এ ছাড়া স্থানীয়দের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন সমস্ত হাসপাতালে আবর্জনায় পূর্ণ থাকলেও তিনি তা দেখেন না। তার নামে বরাদ্দকৃত আবাসিক ভবনে না থেকে তিনি ঢাকায় প্রাইভেট ক্লিনিকে প্র্যাকটিস করেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিনের মুঠোফোনে জানান, আমি ঢাকায় প্রশিক্ষণে আছি। আমার বিরুদ্ধে মানববন্ধন যারা করছেন তারাই আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে। মোবাইলে সে ভয়েস রেকর্ড আমার রয়েছে। মানববন্ধন প্রসঙ্গে সিরাজগঞ্জ ডেপুটি সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম জানান, বিষয়টি আমি জানি না। জেনে ব্যবস্থা নেব।

মন্তব্যসাতদিনের সেরা