kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

সুবর্ণচরের সেই গণধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

নোয়াখালী প্রতিনিধি   

১০ অক্টোবর, ২০১৯ ০২:২২ | পড়া যাবে ১ মিনিটেসুবর্ণচরের সেই গণধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

নোয়াখালীর সুবর্ণচরে গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন রাতে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুর থেকে প্রায় চার ঘণ্টা সাক্ষ্যগ্রহণ ও জেরা চলে। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক সামছুদ্দিন খালেদ এ সাক্ষ্য নেন। 

এর আগে গত ১৯ সেপ্টেম্বর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃৃত নেতা রুহুল আমিনসহ ১৬ আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চার্জ গঠন করেন একই আদালত। 

বাদীপক্ষের আইনজীবী রবিউল হাসান পলাশ জানান, মামলার ১৬ আসামির মধ্যে দুজন এখনো পলাতক। অন্য ১৪ আসামি রয়েছে জেলহাজতে। বুধবার বাদীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার মূল বিচারকাজ শুরু হলো। 

মন্তব্যসাতদিনের সেরা