kalerkantho

রবিবার। ২৫ শ্রাবণ ১৪২৭। ৯ আগস্ট ২০২০ । ১৮ জিলহজ ১৪৪১

রেলমন্ত্রীর কাঁধে আওয়ামী লীগ নেতার লাশ

পঞ্চগড় প্রতিনিধি   

৯ অক্টোবর, ২০১৯ ২১:৩৫ | পড়া যাবে ২ মিনিটেরেলমন্ত্রীর কাঁধে আওয়ামী লীগ নেতার লাশ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সুন্দরদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ শাহ মঙ্গলবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। আজ বুধবার দুপুরে সুন্দরদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

জানাজা শেষে কবরস্থানে ওই আওয়ামী লীগ নেতার লাশের খাট নিয়ে যাওয়ার সময় তা নিজ কাঁধে তুলে নেন রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নূরুল ইসলাম সুজন। তার সাথে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটও কাঁধে লাশের খাট বহন করেন।

জানাজায় অন্যদের মধ্যে পঞ্চগড় ১ আসসের সাংসদ মজাহারুল হক প্রধানসহ জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। পরে রেলমন্ত্রী আওয়ামী লীগ নেতা আজিজ শাহের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

এ সময় রেলপথ মন্ত্রী বলেন, আজিজ শাহ আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ ছিলেন। দলের দুঃসময়ে তিনি দলের জন্য কাজ করে গেছেন। তার শুন্যতা পূরণ করার মতো নয়। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। 

মন্তব্যসাতদিনের সেরা