kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

বস্ত্র ও পাটমন্ত্রী

রাষ্ট্রায়ত্ব পাটকল সচল করতে প্রাইভেট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হবে

নরসিংদী প্রতিনিধি   

৯ অক্টোবর, ২০১৯ ১৭:১৯ | পড়া যাবে ২ মিনিটেরাষ্ট্রায়ত্ব পাটকল সচল করতে প্রাইভেট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হবে

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, দেশের রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো সচল ও এর আধুনিকায়নে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর মাধ্যমে পরিচালনা করা হবে। এর জন্য খুব শিগগিরই সরকারের সঙ্গে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর চুক্তি করা হবে।

আজ বুধবার দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার জনতা জুটমিল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো আধুনিকায়ন না হওয়ায় দিন দিন এটি লসের পথে যাচ্ছে। যার কারণে শ্রমিক কর্মচারীদের বেতন-ভাতা প্রদানে সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু প্রাইভেট পাটকলগুলোতে সেই চিত্র নেই। তারা পণ্যের আধুনিকায়নের ফলে অনেকটা লাভের পথে। জনতা জুটমিল পরিদর্শনে এসে এমনটাই দেখা যায়। বর্তমান সরকার শ্রমিকবান্ধব, দেশের পাটকল শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও পাটকলগুলো আধুনিকায়ন করতে সরকার ইতিমধ্যে পিপিপি’র উদ্যোগ নিয়েছে। যা খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে।

জনতা জুটমিল পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বেলায়েত হোসেন, যুগ্ম সচিব মো. খোরশিদ আলম, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, জনতা জুটমিলের পরিচালনা পরিষদের সভাপতি মো. সাইদুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা ইয়াসমিন, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা