kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবিতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার

আঞ্চলিক প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ   

৯ অক্টোবর, ২০১৯ ১০:৪৩ | পড়া যাবে ১ মিনিটেচাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবিতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার

ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবির ২৪ ঘণ্টা পর নিখোঁজ বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার সকাল ৮টার দিকে নিখোঁজ হওয়ার সদর উপজেলার বান্নাপাড়ায় নদীর কিনারা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার ১৩ রশিয়া দক্ষিণ পাঁকা গ্রামের শাহাবুদ্দিন আহম্মেদ (৪৭) ও ছেলে আব্দুল্লাহ (৮) মঙ্গলবার সকালে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের ডুবুরিদল রাত ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও তাদের সন্ধান পায়নি। আলোস্বল্পতার কারণে ফায়ার সার্ভিসের ডুবুরিদলটি অভিযান বন্ধ রাখে।

বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বান্নাপড়া নামক স্থানে পদ্মা নদীর কিনারা থেকে ভাসমান অবস্থায় শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পরে প্রায় ৫০০ গজ দূরে ছেলে আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয় বলে জানান পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, ৮ নম্বর ওয়ার্ড সদস্য তোরিকুল ইসলাম ও ৩ নম্বর ওয়ার্ড সদস্য রমজান আলী।

মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বাবা-ছেলে নৌকাডুবিতে নিখোঁজ হয়েছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা