kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

খাল দখল করায় চট্টগ্রামে দুই ভাইকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৪ সেপ্টেম্বর, ২০১৯ ০১:৫৯ | পড়া যাবে ১ মিনিটেখাল দখল করায় চট্টগ্রামে দুই ভাইকে জরিমানা

খাল দখল করে ভবন নির্মাণ করায় দুই ভাইকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভ্রাম্যমাণ আদালত। ১৫ দিনের মধ্যে ভবনটি অপসারণ করে খালটি আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।

গতকাল সোমবার চট্টগ্রাম নগরের মাঝিরঘাট এলাকায় মোগলটুলি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান চালান সিডিএর বিশেষ আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী। সাজাপ্রাপ্ত দুই ভাই হলেন শামসুল ইসলাম ও সাইফুল ইসলাম।

সিডিএ জানায়, মোগলটুলি খালের ওপর ‘স্ট্র্যান্ড’ রোডের একাংশে দুই ভাই মিলে পাঁচতলা ভবন নির্মাণ করেন। খালের মধ্যে পিলার স্থাপন করে নিচে পানির প্রবাহ সংকুচিত করে দুই পাড় দখল করে বানানো হয় ভবনটি। উচ্ছেদের সময় ভবনটি দেখে ম্যাজিস্ট্রেট নির্দেশ দেন মালিক দুজনকে আটক করার জন্য। তাঁদের আটক করে সিডিএ ভবনে নেওয়া হয়।

সিডিএ ভবনে আদালতের সামনে দুই ভাই ভুল স্বীকার করে ক্ষমা চান। আদালত দুজনের প্রত্যেককে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা ও সমপরিমাণ টাকা ক্ষতিপূরণসহ মোট পাঁচ লাখ টাকা দেওয়ার নির্দেশ দেন।

মন্তব্যসাতদিনের সেরা