kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

বেনাপোলে ফেনসিডিলসহ দুইজন আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি   

২৩ সেপ্টেম্বর, ২০১৯ ২২:৩২ | পড়া যাবে ১ মিনিটে



বেনাপোলে ফেনসিডিলসহ দুইজন আটক

ছবি: কালের কণ্ঠ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ৩৪৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মুকুল (২৫) ও আনোয়ার হোসেন (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আজ সোমবার সকালে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করে বিজিবি। আটক মুকুল বেনাপোল পোর্ট থানার বারপোতা গ্রামের হযরত আলীর ছেলে ও আনোয়ার পুটখালী গ্রামের নুর হোসেনের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন খবরের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে সীমান্তের পুটখালী বালুর মাঠ থেকে ৩৪১ বোতল ফেনসিডিলসহ মুকুলকে ও পুটখালী উত্তর পাড়া থেকে ৭ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ আনোয়ারকে আটক করা হয়। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্য



সাতদিনের সেরা