kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

পাঁচবিবিতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে প্রাণ গেল দুজনের

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি   

২৩ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:৫১ | পড়া যাবে ১ মিনিটেপাঁচবিবিতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে প্রাণ গেল দুজনের

জয়পুরহাটের পাঁচবিবির শালাইপুর গ্রামে নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে গৃহকর্তাসহ দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো আমজাদ আলীর ছেলে গৃহকর্তা মোহাম্মদ আলী (৩৫) ও রাজমিস্ত্রির যোগালী বাশখুর গ্রামের নজরুল হোসেনের ছেলে নাঈম হোসেন (২২)।

দুজনকে সাহায্য করতে নেমে গুরুতর অসুস্থ শালাইপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে জাকারীয়া (৩২) জয়পুরহাট আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গ্রামবাসী ও গৃহকর্তা মোহাম্মদ আলীর ভাই সেকেন্দার আলী জানান, সোমবার সকালে নির্মাণাধীন ল্যাট্রিনের সেপটিক ট্যাংকের বাঁশ ও কাঠের সাঁটার খুলতে যোগালী নাঈম হোসেন ট্যাংকের ভিতরে নামলে অচেতন হয়ে পড়েন। মোহাম্মদ আলী তাকে উদ্ধার করতে নিজেও সেফটিক ট্যাংকের ভেতরে নামেন। পরে দুজনের সাড়া না পেয়ে বাড়ির মহিলারা চিৎকার শুরু করেন। এরপর সেফটিক ট্যাংকের দেয়াল ভেঙে তাদের মৃতদেহ উদ্ধার করেন প্রতিবেশীরা।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গৃহকর্তার মৃত্যু হওয়ায় অন্যদের কোনো অভিযোগ না থাকায় তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা