kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১              

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি    

২৩ সেপ্টেম্বর, ২০১৯ ১১:১৫ | পড়া যাবে ১ মিনিটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয়  (৫০) ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে  ঢাকা-ময়মনসিংহ রেলপথের মশাখালী রেলওয়ে স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকাল পৌনে ৬টার দিকে ঢাকাগামী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন মশাখালী রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তি কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে গফরগাঁও জিআরপি ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে। পরে  ময়নাতদন্তের জন্য তা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মশাখালী স্টেশন মাস্টার মনিরুল হক বলেন, ওই ব্যক্তি সম্ভবত রেললাইন পার হওয়ার সময় যমুনা ট্রেনের নিচে কাটা পড়েন।

গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ শহিদুল্লাহ হিরু বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা মর্গে পাঠানো হয়েছে। মৃতের  পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি। 

মন্তব্যসাতদিনের সেরা