kalerkantho

বুধবার । ১২ কার্তিক ১৪২৭। ২৮ অক্টোবর ২০২০। ১০ রবিউল আউয়াল ১৪৪২

চট্টগ্রামে সড়কে ২৭ ফুট উচ্চ বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০২:৫৮ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে সড়কে ২৭ ফুট উচ্চ বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মিত হচ্ছে

জাতির জনক বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগরের শেখ মুজিবুর রহমান (সাবেক পোর্ট কানেক্টিং) সড়কে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য। চসিকের অর্থায়নে এই ভাস্কর্যের নির্মাণকাজ আগামী নভেম্বর মাসে শেষ হবে।

গতকাল রবিবার দুপুরে টিআইসিতে (থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম) বঙ্গবন্ধুর ভাস্কর্য মডেল পরিদর্শন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় ভাস্কর্য নির্মাণের সার্বিক বিষয় তুলে ধরেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আতিকুল ইসলাম। 

সিটি মেয়র জানান, বঙ্গবন্ধুর ত্যাগের ইতিহাস, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, স্বাধীনতাযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে তৈরি করা হচ্ছে এই ভাস্কর্য। বঙ্গবন্ধু সড়কের বড়পুুলে ত্রিভুজ আকৃতির সবুজ চত্বরে হচ্ছে ২৭ ফুট উঁচু ভাস্কর্যটি।

মন্তব্যসাতদিনের সেরা