kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

চবিতে নদী পরিব্রাজক দলের বিশ্ব নদী দিবস উদ্‌যাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০২:৩৪ | পড়া যাবে ২ মিনিটেচবিতে নদী পরিব্রাজক দলের বিশ্ব নদী দিবস উদ্‌যাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বাংলাদেশ নদী পরিব্রাজক দলের উদ্যোগে বিশ্ব নদী দিবস উপলক্ষে আলোচনাসভা ও নদীবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ব নদী দিবসের ইতিহাস ও তাৎপর্য, হালদা নদবিষয়ক প্রামাণ্যচিত্র উপস্থাপনের পাশাপাশি নদী রক্ষার ওপর বিশেষ আলোচনা হয়। গতকাল রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদে হালদা নদী গবেষণাকেন্দ্রে এ আলোচনাসভা হয়।

বাংলাদেশ নদী পরিব্রাজক দল চবি শাখার সাধারণ সম্পাদক মো. ইদ্রিস খান মুরাদের সঞ্চালনায় ও সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় উপদেষ্টা ও হালদা নদী গবেষক অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া।

অনুষ্ঠানের প্রথম পর্বে হালদা নদের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ড. মনজুরুল কিবরীয়া বলেন, ‘প্রত্যেকটা নদীই অনন্য বৈশিষ্ট্যসম্পন্ন। এই আলাদা বৈশিষ্ট্যের নদীগুলো সম্পর্কে জানতে বিস্তর গবেষণার প্রয়োজন রয়েছে।’

আলোচনাসভা শেষে উপস্থিত নদীপ্রেমীরা ‘বিশ্ব নদী দিবসে প্রতিশ্রুতি ও নদী রক্ষায় করণীয়’ শীর্ষক লিখিত অভিমত তুলে ধরেন। 

এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল চবি শাখার সিনিয়র সহসভাপতি সৃজন পাল, আব্দুল্লাহ আল আশেক, সাংস্কৃতিক সম্পাদক মোবারক হোসাইন, নদী অধ্যয়ন সম্পাদক আব্দুল্লাহ মুনজের, কার্যকরী সদস্য অনিক তালুকদার, রাশিদ শাহরিয়ার নাফি, ফোরকানুল হামিদ প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা