kalerkantho

বুধবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৭। ২ ডিসেম্বর ২০২০। ১৬ রবিউস সানি ১৪৪২

ভূঞাপুরে নৌকাডুবিতে একজনের মৃত্যু

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি   

২২ সেপ্টেম্বর, ২০১৯ ২১:১৩ | পড়া যাবে ১ মিনিটেভূঞাপুরে নৌকাডুবিতে একজনের মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনায় আব্দুল জলিলন (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার গাবসারা ইউনিয়নের কালিপুর এলাকায় এ নৌকা ডুবির ঘটনা ঘটে। তিনি মেঘার পটল গ্রামের বাসিন্দা।

গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির জানান, উপজেলান গাবসারা ইউনিয়নের মেঘার পটল গ্রাম থেকে স্থানীয় ৩০/৪০ জন ব্যবসায়ী ধান, গম, ভুট্টা, পাটসহ বিভিন্ন মালামাল নিয়ে নৌকাযোগে গোবিন্দসী হাটে আসছিল। নৌকাটি যমুনা নদীর কালিপুর এলাকায় পৌঁছালে প্রবল স্রোতের টানে ডুবে যায়।

এ সময় অন্যসকল যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও আব্দুল জলিল নামের এক বৃদ্ধ ব্যবসায়ী পানিতে ডুবে মৃত্যুবরণ করেন। আর এ নৌকাডুবির ঘটনায় ব্যবসায়ীদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা