kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১            

মৃত ব্যক্তির বয়স্ক ভাতা তোলেন নারী ইউপি সদস্য!

হবিগঞ্জ প্রতিনিধি   

২২ সেপ্টেম্বর, ২০১৯ ২১:০৮ | পড়া যাবে ১ মিনিটেমৃত ব্যক্তির বয়স্ক ভাতা তোলেন নারী ইউপি সদস্য!

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় বয়স্ক ভাতা ভোগী লোক মারা যাওয়ার পরও টাকা তুলে আত্মসাৎ করছেন জলসুখা ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩নং ওয়ার্ডের নারী সদস্য অর্চনা রাণী গোপ। একটিই নয়, অর্চনা গোপের বিরুদ্ধে এ ধরণের আরো অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানান খোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারের বয়স্ক ভাতা ভোগী জলসুখা ইউনিয়নের পাঠুলীপাড়া গ্রামের মাধব গোপ ২০১৯ সালের জুন মাসে মারা যান। পরে তার নামীয় বইটি ব্যবহার করে দুই কিস্তিতে ৬ মাসের ৩ হাজার টাকা তুলে নিজেই নিয়ে নেন নারী ইউপি সদস্য অর্চনা গোপ।

জলসুখা ইউনিয়ন পরিষদের চেয়রম্যান মো. ফয়েজ আহমেদ খেলু বলেন, বিষয়টি আমি শুনেছি। এর আগেও ওই নারী সদস্যের বিরুদ্ধে এ ধরণের অভিযোগ প্রমাণিত হয়েছে।

অভিযুক্ত অর্চনা রাণী গোপ বলেন, মাধব গোপ মারা যাওয়ার পর টাকা উত্তোলন করে তার ছেলে প্রেমতোষ গোপকে দেওয়া হয়েছে। তবে বাড়িতে খোঁজ নিয়ে জানা যায়, প্রেমতোষ গোপ দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছেন।

মন্তব্যসাতদিনের সেরা