kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১            

রোহিঙ্গাদের এনআইডি প্রদান: নির্বাচন কার্যালয়ের তিন কর্মচারী আটক

কালের কণ্ঠ অনলাইন   

২২ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:২৯ | পড়া যাবে ১ মিনিটেরোহিঙ্গাদের এনআইডি প্রদান: নির্বাচন কার্যালয়ের তিন কর্মচারী আটক

ফাইল ফটো

রোহিঙ্গাদের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানে জড়িত সন্দেহে চট্টগ্রামের জেলা নির্বাচন কার্যালয়ের তিন কর্মচারীকে (অস্থায়ী) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আটক তিন কর্মচারীর মধ্যে একজন ডবলমুরিং থানা নির্বাচন কার্যালয়ে, বাকি দুজন কোতোয়ালী থানা নির্বাচন কার্যালয়ে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত আছেন।

আজ রবিবার সকালে তাদের জেলা নির্বাচন কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। এরপর আরো জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের পুলিশ আটক করেছে।

তিন কর্মচারীকে হেফাজতে নেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।

জেলা নির্বাচন কর্মকর্তা আরো বলেন, তাদেরকে প্রথমে নির্বাচন কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অতিরিক্ত জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়।

মন্তব্যসাতদিনের সেরা