kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

আক্কেলপুরে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি   

২২ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:১৮ | পড়া যাবে ১ মিনিটেআক্কেলপুরে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুরে মনিকা আক্তার নামের দুই বছর বয়সী এক শিশুর পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার দুলালী গ্রামে আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, দুলালী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে মনিকা আক্তার আজ সকালে তার মা শারমীন আক্তারের কাছে পানি খেতে চায়। তখন তার মা শিশুটিকে উঠানে থাকা একটি জগ থেকে পানি ঢেলে খেতে বলেন। কিন্তু শিশুটি একটি মগ নিয়ে বাড়ির পাশের পুকুরে পানি নিতে যায়। সেখানেই দুর্ঘটনাবশত পুকুরে পড়ে যায় সে। অনেকক্ষণ তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ওই পুকুরে শিশুটির ভাসমান দেহ দেখতে পারন তারা। উদ্ধারের পর দেখা যায়, শিশুটি মারা গেছে।
 
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় জানান, এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেননি।

মন্তব্যসাতদিনের সেরা