kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

গাছের সঙ্গে শত্রুতা!

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি   

২১ সেপ্টেম্বর, ২০১৯ ২২:২৩ | পড়া যাবে ১ মিনিটেগাছের সঙ্গে শত্রুতা!

ছবি: কালের কণ্ঠ

খাগড়াছড়ির রামগড়ে বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার অংলা পাড়ায় মো. আলম (৫৪) নামের এক কৃষকের তিন মাস বয়সী ৭০০ কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষক মো. আলম বল্টুরাম টিলার মৃত লাল মিয়ার ছেলে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

মো. আলম বলেন, শত্রুতা বশত দুর্বৃত্তরা বর্গা নেওয়া এক একর জমির তিন মাস বয়সী ৭০০টি কলা গাছের চারা কেটে ফেলে। এতে ১ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

তিনি আরো জানান, কয়েকদিন আগে কতিপয় মাদকাসক্তের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। ওই সময় তারা দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। এ ব্যাপারে রামগড় থানায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে আজ শনিবার সাংবাদিকদের জানান।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) তারেক মো. হান্নান বলেন, এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসাতদিনের সেরা