kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১            

কর্ণফুলীতে কলেজছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি   

২১ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৪৭ | পড়া যাবে ১ মিনিটেকর্ণফুলীতে কলেজছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পাশের বাড়িতে খই ভাজতে গিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে দুঃসম্পর্কের নানা রবিন্দ্র দে। গতকাল শুক্রবার (২০ সেপ্টেস্বর) বিকেল সাড়ে তিনটায় উপজেলার বড়উঠান ইউনিয়নের ২নং ওয়ার্ডের মহুরীপাড়া এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রীর বড়ভাই রবিন্দ্র দের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেন।

ছাত্রীর বড়ভাই জানায় রাজু দে জানান, আমাদের সম্পর্কে নানা দীর্ঘদিন ধরে আমার দুই বোনকে বিরক্ত করে আসছিলেন। আমাদের ব্যবসা মুড়ি ও খই ভেজে বিক্রি করা। তাই আমাদের একে অন্যের ঘরে খই ভাজতে যেতে হয়। ঐ দিনও আমার বোন রবিন্দ্র দের ঘরের চুলায় খই ভাজতে গেলে আমার বোনকে টাকার বিনিময়ে শ্লীলতাহানির চেষ্টা করে। বোনের চিৎকারে তিনি পালিয়ে যান। আমি এর বিচার চাই।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলীর শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মেয়েটির বড়ভাই একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসাতদিনের সেরা