kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১            

উলিপুরে শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও কুইজ প্রতিযোগিতা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি   

২১ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৩২ | পড়া যাবে ১ মিনিটেউলিপুরে শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও কুইজ প্রতিযোগিতা

কুড়িগ্রামের উলিপুরে কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার দুপুরে থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১১০ জন শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়।

এতে ১০ শ্রেণির শিক্ষার্থী আফিয়া আবিদা ১ম, জান্নাতি আক্তার ২য় ও মনোয়ারা আক্তার মিম ৩য় স্থান অধিকার করে। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে গাছের চারা বিতরণ করেন। এ সময় বিদ্যালয় চত্বরে তিন প্রজাতির নারিকেল, আম ও লিচুর চারা রোপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘের উলিপুর উপজেলা শাখার সভাপতি নুরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠ প্রতিনিধি রোকনুজ্জামান মানু, উলিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আমিন।

এ ছাড়াও শুভসংঘের উপজেলা শাখার সহ-সভাপতি মাসুম করিম, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান স্বাধীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন, সদস্য সন্দীপ কুমার, রামু প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাল্যবিয়ে ও মাদকমুক্ত থাকার অঙ্গিকার করেন।

মন্তব্যসাতদিনের সেরা