kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি   

২১ সেপ্টেম্বর, ২০১৯ ২১:২৬ | পড়া যাবে ১ মিনিটেবিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের কাশীরডাঙ্গা গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক কলেজছাত্রী দুই দিন যাবত অবস্থান করছেন।

জানা গেছে, গতকাল শুক্রবার সকাল থেকে বিয়ের দাবিতে কাশীরডাঙ্গা গ্রামের আবুল হোসেনের ছেলে সেনা সদস্য মো. মাহামুদুল হাসান লিটুর বাড়িতে ওই কলেজছাত্রী অবস্থান শুরু করেন। মেয়েটি হাতিবান্ধার আলিমুদ্দিন ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।

মেয়েটি জানান, মাহামুদুলের সাথে আমার মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দিয়ে সে বিভিন্ন স্থানে নিয়ে আমার সাথে মেলামেশা করে। ছুটিতে বাড়িতে এসেছে জানিয়ে শুক্রবার আমাকে আসতে বলে। আমি বাড়িতে আসলে লিটুর বাবা-মা ঘরের দরজায় তালা দিয়ে চলে যায়। লিটুও সটকে পড়ে।

শনিবার দুপুরে গিয়ে দেখা যায়, অনেকে মেয়েটিকে দেখতে আসছে। দিন-রাত মেয়েটি ঘরের দরজার সামনে অবস্থান করছে।

এ সম্পর্কে মাহামুদুল হাসান লিটুর চাচা বাবুল হোসেন ও স্বজনেরা জানান, ওই মেয়ের সাথে মাহামুদুলের প্রেমের সম্পর্ক সাজানো। শত্রুতাবশত কেউ মেয়েটিকে বাড়িতে পাঠিয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা