kalerkantho

মঙ্গলবার । ৭ আশ্বিন ১৪২৭ । ২২ সেপ্টেম্বর ২০২০। ৪ সফর ১৪৪২

ময়মনসিংহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

২১ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৫১ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

ফাইল ফটো

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে এক নারী মারা গেছেন। ফাতেমা আক্তার (৬৫) নামে ওই নারীর বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়।

আজ শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা আক্তার মারা যান।

হাসপাতালের উপ-পরিচালক চিকিৎসক লক্ষ্মীনারায়ণ মজুমদার ফাতেমার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত ১৩ সেপ্টেম্বর রাতে জ্বর নিয়ে এই হাসপাতালের ১২ নাম্বার ওয়ার্ডে ভর্তি হন তিনি।

ডেঙ্গু আক্রান্ত ফাতেমার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে আইসিইউ সাপোর্ট দেওয়া হয়। শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তিনি মারা যান বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা